সংবাদদাতাঃ ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়া জেলা সমাজসেবা এর উদ্যোগে ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫তম জাতীয় প্রতিবন্ধী দিবস পালিত হয়।
আজ রবিবার সকালে শহরের টেংকের পাড় হতে একটি রেলী বের হয়ে শহরের মূলমূল স্থান প্রদক্ষিণ করে ওস্তাদ আলাউদ্দিন খাঁন সংগীতায়ন মিলনায়তনে এসে আলোচনা সভার মধ্য দিয়ে সমাপ্তি হয়।
জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক আবু আব্দুল্লাহ মুহাঃ ওয়ালীউল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হলে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক এস, এম শান্তনু চৌধুরী। এতে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, প্রেসক্লাবের সাবেক সভাপতি সহ অনেকেই।
উক্ত সভায় প্রতিবন্ধীদের মাঝে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং প্রতিবন্ধী শিশুরা নৃত্য ও গান পরিবেশন করে।