দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :
ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। উক্ত সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
ঘটনাটি সদর উপজেলাস্থ বুধল ইউনিয়নের বেতবাড়িয়া ও চান্দিয়ারা গ্রামে ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেতবাড়িয়া গ্রামের বাচ্চু মিয়া সরদারের ছেলে ড্রাইভিং শিখতে চান্দিয়ারা গ্রামের মেম্বার বাবুল মিয়ার ছেলের কাছে ৫ হাজার টাকা দেন। তবে বাবুল মিয়ার ছেলের নিজস্ব গাড়ি না থাকায় সে গাড়ি চালানো শিখাতে দেরি করছিলেন। সম্প্রতি বাচ্চু মিয়া সরদারের ছেলে তার পাওনা টাকা ফেরত চাইলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। বিষয়টির মীমাংসায় গতকাল বিকেলে একটি সালিশ হলে রাতেই উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। উক্ত সংঘর্ষে বাবুল মিয়া ও বাচ্চু মিয়া সরদারের পক্ষের অন্তত ১০ থেকে ১২টি বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়। এ সময় অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়। পরে তারা বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র বণিক বলেন, খবর পেয়ে পুলিশ ও সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এরপর পুলিশ ঘটনাস্থলে টহল জোরদার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.