সংবাদদাতাঃ দেলোয়ার হোসাইন মাহদী। (ব্রাহ্মণবাড়িয়া)
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন হিফজ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেছেন বাংলাদেশী হাফেজ ফয়সাল আহমেদ।
তিনি ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইছাপুর ইউনিয়নের মোঃ সিরাজ মিয়ার ছেলে।
৬ সেপ্টেম্বর রোজ বুধবার এশার নামাজের পর বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে সৌদি বাদশার হাত থেকে পুরস্কার গ্রহণ করেন।
জানা যায়, ১৬৬ জনের মধ্য থেকে তিনি তৃতীয় স্থান অর্জন করেন। যার পুরস্কার স্বরুপ তাকে দেওয়া হয়েছে ১ লাখ ৮০ হাজার সৌদি রিয়াল।
তাই ৫২ লাখ ৬২ হাজার ৫০০ উনআশি টাকা ও সম্মাননা পদক। সে ঢাকার মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসায় লেখাপড়া করছে।
তার বাবা সিরাজ মিয়া বলেন, ফয়সাল ছোট বেলা থেকেই পড়ালেখার প্রতি বেশ মনোযোগী ছিল।
সে সব সময় স্বপ্ন দেখতো ভালো লেখাপড়া করে একজন বড় আলেম হবেন। আর এ স্বপ্ন নিয়েই সে এগিয়ে যাচ্ছে। সে ব্রাহ্মণবাড়িয়ার মৈন্দ বাড়িউড়া ও ইকরা মাদ্রাসায় লেখাপড়া করেছে। তার বাবা বলেন, তার এমন কৃতিত্বে আমি বাবা হিসেবে গর্বিত। ইছাপুর ইউনিয়নের চেয়ারম্যান জনাব জিয়াউল হক মকবুল বলেন, ফয়সাল দেশে এলে তাকে ইউনিয়নের পক্ষ থেকে সংবর্ধনা জানানো হবে।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব হাফেজ মাওলানা শফিক আজিজী ফেসবুক পোস্টে লিখেন, শীঘ্রই ব্রাহ্মণবাড়িয়ায় ব্যাপক আয়োজন করে গন সংবর্ধনা দেওয়া হবে ইনশাআল্লাহ