বাগেরহাট জেলা প্রতিনিধি মোঃ আবু মুসা হাওলাদার।
সারা বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্রছাত্রীরা যখন দেশের উন্নয়নের জন্য নিজেরা পরিষ্কার পরিছন্নতা, ট্রাফিক সিগন্যালের দায়িত্ব এবংবাজার মনিটরিং সহ সকল সামাজিক কার্যকলাপের সাথে জড়িয়ে পড়েছেন তারই ধারাবাহিকতায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্মার্ট মোড়েলগঞ্জ গড়ার লক্ষ্যে সকল রাস্তাঘাট পরিষ্কার, ট্রাফিক, এবং বাজার মনিটরিং এর দায়িত্ব সহ বিভিন্ন সামাজিক কাজ করে আসছেন মোড়লগঞ্জ উপজেলার সাধারণ জনগণ শিক্ষার্থীদের সকল কাজকে স্বাগতম জানিয়েছেন এবং শিক্ষার্থীদের সকল কাজে তারা সহযোগিতা করছেন।
মোড়লগঞ্জ উপজেলার সকল শিক্ষার্থীরা আলাদা আলাদা তিন গঠন করে তারা সুন্দরভাবে তাদের দায়িত্ব পালন করছেন।
মোহাম্মদ সাজ্জাদ খান শুভর নেতৃত্বে একটি টিমে মোঃ রুমান হোসাইন, শারমিন সাথী, শেখ বনি ইয়ামিন নাজমুন আরা, সুবর্ণা আক্তার ছোয়া, আব্দুল্লাহ আল মামুন, সবুজ ফরাজী, তুবা তানজিম, মোহাম্মদ তামিম হাওলাদার, মোঃ সাব্বির, থাকাফুল ইসলাম, সবুজ ফরাজী, খান মোহাম্মদ ওমর ফারুক, রাতুল ফকির, নাঈম হাওলাদার, মোঃ শাকিল, মোহাম্মদ সাব্বির শেখ, অনামিকা ইসলাম মুমু, স্বর্ণালী আক্তার, সাবরিনা ইয়াসমিন দিনা, ফারজানা ইয়াসমিন, সৃষ্টি মির্জা হীরা, সুমাইয়া আক্তার, হাবিবা আক্তার সহ প্রায় ৪০ জন শিক্ষার্থী তাদের দায়িত্ব পালন করে আসছেন
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.