আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের বেলকুচিতে শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন সংগঠনের কার্যক্রম, অফিস ফান্ডের টাকার হিসাব নিকাশে অনিয়ম দূর্নীতি লুটপাট স্বজনপ্রীতি, প্রতিবাদ করলেই অপমান অপদস্ত মারপিটের ঘটনা ঘটেছে এমন অভিযোগ এনে তামাই গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ফজলার রহমান তালুকদার ও তার অনুসারীদের বিরুদ্ধে সংবাদ সমম্মেলন করেছে অত্র গ্রামের ময়মুরুব্বি ও এলাকার সচেতন মহল।
রবিবার দুপুরে ২৫শে আগষ্ট উপজেলার তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসায় এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য প্রদান করেন মোঃ হাফিজ শেখ ও আব্দুল মান্নান জোয়ার্দার, হাজী আবু আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার ফজলুল হক ভাসানী সহ আরও অনেকে ।
সংবাদ সম্মেলনে বক্তব্যে বলেন, আওয়ামী লীগ সরকার অবৈধ ভাবে বিনা ভোটে দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থেকে দেশের শিক্ষা ও বিভিন্ন প্রতিষ্ঠান ধ্বংস করেছে। এরই ধারবাহিকতায় সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয়, তামাই দ্বিমুখী উচ্চ বিদ্যালয়, অগ্রনি সংসদ, তামাই রুগ্ন শিল্প মালিক সমিতি, তামাই আমিনিয়া হাফিজিয়া মাদ্রাসা, তামাই মৎস্য খামার সহ বিভিন্ন শিক্ষা ও প্রতিষ্ঠান গুটি কয়েক স্বার্থান্বেষী ব্যক্তির হীন স্বার্থের কারণে প্রতিষ্ঠান গুলো অর্থ আত্মসাত, অনিয়ম, দূর্নীতি করে ধ্বংসের দারপ্রান্তে পৌঁছেছে। সংবাদ সম্মেলন থেকে দ্রুত সময়ের মধ্যে অসৎ দূর্নীতিবাজ লোকদের অপসরণ ও তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানানো হয়।
এসময় অত্র এলাকার শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রদের অভিভাবক ও গ্রাম্য মাতব্বরগণ সহ রাজনৈতিক নেতাকর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.