বেলকুচিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে প্রধান শিক্ষকগনের সাথে মতবিনিময় সভা ও অ্যসেসটিভ বিতরণ অনুষ্ঠিত

মোঃ আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি:

সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বৃহস্পতিবার (১১ জুলাই) সকাল ১০ ঘটিকা, উপজেলা পরিষদ অডিটেরিয়াম রুমে শিক্ষার গুণগতমান নিশ্চিতকরণ প্রধান শিক্ষকের সাথে মতবিনিময় সভা ও অ্যাসিস্টিভ ডিভাইস বিতারণ অনুষ্ঠিত হয় ।

বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে ও উপজেলা সহকারী শিক্ষা অফিসার রফিকুল ইসলাম সঞ্চালনায় শিক্ষার গুণগতমান নিশ্চিত করণে সকল প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতারণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান , ইঞ্জিনিয়ার মোঃ আমিনুল ইসলাম সরকার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, ও বেলকুচি উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন,এ ছাড়াও বেলকুচি উপজেলা প্রাথমিক শিক্ষার প্রধান কর্মকর্তা সহ বেলকুচি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল প্রধান শিক্ষকগণ এই সময়ে উপস্থিত ছিলেন।
উক্ত মতবিনিময়ের সভার শেষে বিশেষ চাহিদা সম্পন্ন চারজন শিশুদের মাঝে অ্যাসিস্টিভ ডিভাইস বিতরণ করা হয়।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান উপজেলা শিক্ষা অফিসার বেলকুচি সিরাজগঞ্জ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *