আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি : যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনে সিরাজগঞ্জের বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু স্কয়ারে পুষ্পস্তবক অর্পণ ও জাতীয় পতাকা উত্তলনের মধ্যদিয়ে কুচকাওয়াজ র্যালি নিত্য পরিবেষণ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহাজ্ব সিদ্দিক উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বেলকুচি উপজেলা নির্বাহী অফিসার আফিয়া সুলতানা কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্যানেল ১ রত্না হান্নান, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইউসুফ আলী সেখ, বেলকুচি থানা অফিসার ইনচার্জ আনিছুর রহমান, তদন্ত ওসি আহসানুল হক, বেলকুচি ভূমি কমিশনার শিবানী সরকার, বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি গাজী দেলখোশ আলী প্রামানিক, বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব গাজী সাইদুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার এস এম গোলাম রেজা, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোহাগপুর এসকে পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল রেজা, বেলকুচি উপজেলা প্রকৌশলী বোরহান উদ্দিন, কৃষি কর্মকর্তা সুকন্ত সূত্রধর ,বড়ধুল ইউপি চেয়ারম্যান আছির উদ্দিন মোল্লা, ২ নং রাজাপুর ইউপি চেয়ারম্যান সনিয়া সবুর আকন্দ সহ মুক্তিযোদ্ধা পুলিশ প্রশাসন সকল শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী ও হাজার হাজার দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।