আশিকুল ইসলাম সিরাজগঞ্জ প্রতিনিধি :
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ২ নং রাজাপুর ইউনিয়নে আব্দুলপুর গ্রামে গরু চুরি করতে এসে জনগনের হাতে ৩ চোর আটক হয়, পরে থানা প্রশাসনকে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর তথ্য সাপেক্ষে ৩ চোরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
১৭ জানুয়ারী বুধবার ভোর রাতে আব্দুলপুর গ্রামের আব্দুল করিম সেখের নিজ বাড়িতে চোর গরুর গোয়াল ঘরে ঢোকার সময় টিনের শব্দ শুনতে পায়,আর তখনই চোর চোর বলে চিৎকার দিলে গ্রামবাসীর সহযোগিতায় চোর আটক করতে সক্ষম হয়।
আটককৃত চোরেনা হলো ১। এনায়েতপুর থানার রুপনাই পূর্বপাড়া গ্রামের দীন মোহাম্মাদের ছেলে হামিদুল ইসলাম ২। রংপুর জেলার বদরগঞ্জ থানার রাধানগর ইউনিয়ন উত্তর খামারপাড়া গ্রামের মফিজুল ইসলামের ছেলে আলামিন হোসেন ৩। রংপুর জেলার হারাগাছ থানার হারাগাছ কসাইডারী গ্রামের মৃত আব্দুল মালেক এর ছেলে রবিউল ইসলাম।
ঘটনাস্থলে গিয়ে জানা যায় এর আগেও ঐ গ্রামের কয়েকটি বাড়ি থেকে গরু চুরি হয়। তারপর থেকেই ধারাবাহিক ভাবে গ্রামে পাহাড়ার ব্যবস্থা করা হয়েছে।
এবিষয়ে বেলকুচি থানার তদন্ত ওসি আহসানুল হক জানান, ফোনে খবর পেয়ে ৩ জন চোরকে গ্রেফতার করা হয়েছে। চোরকে থানায় চুরির বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা নিজেই চুরির বিষয়ে স্বীকারোক্তী দেয়। তারা শুধু গরু চোরই না তারা বিভিন্ন চোরাচালানের সাথে জরিত তাদের স্বীকারোক্তিতে জানা যায়। পরে তাদের চুরির দায়ে মামলা রজু করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।