নজরুল ইসলাম, ইবি প্রতিনিধি:
বিশ্ব স্তন ক্যান্সার সচেতনতা দিবস উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে ক্যানসার ওয়্যারনেস ফর উইমেন (ক্যাপ) কুষ্টিয়া জোনের উদ্যোগে গোলাপী সড়ক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ১০ অক্টোবর) বেলা ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্ত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়। এটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ডায়না চত্ত্বরে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় ক্যাপ কুষ্টিয়া জোনের সাধারন সম্পাদক ফারুক আহম্মেদের সভাপতিত্বে অথিতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহজাহান আলী, রাষ্টবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ফিরোজ আল মামুন, সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুল ইসলাম মুসা।
এছাড়াও সংগঠনটির শাখা ক্যান্সার শিক্ষা বিষয়ক সম্পাদক রুহানী চৌধুরীর সঞ্চালনায় কুষ্টিয়া জোনের প্রতিষ্ঠাকালীন সভাপতি আব্দুল্লাহ আল মাহাদী, সাবেক সভাপতি ফয়সাল মোহাব্বত ফয়সালসহ সংগঠনটির প্রায় ৫০ জন সদস্য উপস্থিত ছিলেন।
অতিথির বক্তব্যে অধ্যাপক ড. শাহজাহান আলী বলেন, তোমরা যে কাজটি করতেছো এটি সব ভালো কাজের মধ্যে একটি। তোমরা শত ব্যস্ততার মধ্যেও ক্যাপে সময় দেওয়ার চেষ্টা করতেছো, আমি মনে করি তোমরা এক একজন বীরযোদ্ধা। তোমরা বিষয়টির গুরুত্ব বুঝেই এখানে এসেছো। আমরা যদি একজন মানুষকে ভালো কাজে উৎসাহ দিই, এটা আমাদের জীবনের বড় স্বার্থকতা। স্তন ক্যানসার থেকে মুক্তি পাওয়া যায়, দীর্ঘদিন বেছে থাকা যায় যদি আগ থেকে আমরা সচেতন হই।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.