বিকাশ ও নগদ প্রতারণা মাধ্যমে ৯,৫০০০টাকা আত্মসাৎ মহেশপুর থানায় অভিযোগ করেছেন।

ঝিনাইদহ জেলা প্রতিনিধি মোঃ অমিদ হাসান

বিকাশ নগদ থেকে বলছি…আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ড বন্ধ হয়ে যাবে। নতুন পাসওয়ার্ড পেতে পিন নম্বর বলুন।’এভাবেই বিকাশ কাস্টমার কেয়ার প্রতিনিধির পরিচয় দিয়ে ফোন করে বিকাশ নগদ অ্যাকাউন্ট থেকে প্রতারকচক্র হাতিয়ে নিচ্ছে টাকা। এমনই একটি ঘটনা ঘটেছে গেলো ৭সেপ্টেম্বর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার ভবনগর গ্রামে। এ বিষয়ে মহেশপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী।প্রতারণার শিকার ঐ গ্রামের মোঃ কাবিল হোসেন ছেলে মোঃ অমিদ হাসান জানান,রাত ৮.৩০মিনিটে বিকাশ নগদ কাস্টমার এবং সরকারি অফিসার পরিচয় দিয়ে ফোন আসে এবং নতুন পিন পাসওয়ার্ড পেতে নন্বার জানতে চাই,বিকাশ অ্যাকাউন্টে টাকা দেয়ার সঙ্গে সঙ্গেই প্রতারক সব টাকা সরিয়ে নিয়ে নিজের মোবাইল ফোনে ব্যবহৃত নম্বরটি বন্ধ করে দেন,বিভিন্ন কৌশল অবলম্বন করে বাদীর কাছ থেকে ওয়ান টাইম পিন (ওটিপি) নম্বর নিয়ে নেয়।মোবাইলে বাদীর বিকাশের অনুরুপ আরেকটি বিকাশ নগদ একাউন্ট খোলে এবং বাদীর একাউন্টের সমস্ত কিছু প্রতারকের কাছে চলে যায়। এভাবে প্রতারক ভুয়া বিকাশ নম্বরে টাকা স্থানান্তর করে প্রতারণা করে থাকে। নগদ ও বিকাশ উভয় ক্ষেত্রেই একই পদ্ধতি অবলম্বন করে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে এই প্রতারক চক্র।কে বা কাহারা আমার ব্যবহৃত মোবাইল নাম্বারে ০১৮৩১০৩০৬৮৮ নন্বার হইতে ফোন দিয়ে বলে যে আমি সরকারি লোক তোমাকে ৬.৫০০টাকা অনুদান দেওয়া হবে, তোমার নন্বারে ৬.৫০০টাকা নগদ দোকান থেকে ব্যালেন্স ঢুকাও, অতঃপর অজাত নাম্বারধারী ব্যাক্তি প্রতারত করিয়া ও বিভিন্ন ভয়ভীতি প্রদান করিয়া গত ইং ০৭/০৯/২০২৩ তারিখে আনুঃ ৮.৩০মিনিটে সময় আমার ব্যাক্তিগত 01725341139/01935527702 নন্বার হইতে ০১৭১১১১৬১৬৭, ৬,৫০০টাকা সেন্ড মানি করে নেয়, পরবর্তীতে আরো (৩০০০)টাকা সহ সর্বমোট ৯,৫০০০টাকা নিয়ে নেয় পরবর্তীতে আমি উক্ত বিকাশ নাম্বার ফোন করিয়া তাহার পরিচয় আমার নগদ নন্বার হইতে টাকা নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে উক্ত ব্যাক্তি আমাকে পরিচয় না দিয়ে অকথ্য গালিগালাজ করে এবং বিভিন্ন প্রকার হুমকি ও ভয়ভীতি প্রদান করে। মাঝে মাঝে নন্বার গুলো বন্ধ পাওয়া যায়। ঘটনা বিষয়ের সাক্ষী বিকাশ নগদ এজেন্ট মোঃ আরিফুর ইসলাম (৩১) পিতা অজ্ঞাত, সাঃ-ভবনগর থানা মহেশপুর জেলা ঝিনাইদহ সহ এলাকায় অনেক ঘটনার বিষয় অবগত আছে।এ বিষয়ে মোঃ অমিদ হাসান মহেশপুর থানা মোঃ অফিসার ইনচার্জ ওসি শামীম উদ্দিন খন্দকার কাছে বিশেষ ভাবে অনুরোধ করেছেন এই প্রতারত কে ধরা জন্য এ বিষয়ে অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *