[০৮ ডিসেম্বর, ২০২৩ খ্রিঃ]
মোহাম্মদ শাহাবুদ্দীন ইসলাম জীবন চরফ্যাশন উপজেলা প্রতিনিধি
জনাব মোঃ মাহিদুজ্জামান, বিপিএম, পুলিশ সুপার, ভোলা এর দিক-নির্দেশনায় ইনচার্জ, সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলার সার্বিক তত্বাবধানে এসআই (নিঃ)/মোঃ সামিম সরদার জেলা পুলিশের আইসিটি শাখার সহযোগিতায় বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া ভুক্তভোগী রিনা আক্তার (৪০) এর ১৮,৬৯৯ টাকা, মোঃ আবুল বাশার (৪৫) এর ২৫,০০০ টাকা, মোঃ রাকিব হোসেন (২৭) এর ২৫,০০০ টাকা এবং মোক্তার হোসেন (২৭) এর ৩৪,৪৬৭ টাকাসহ সর্বমোট ১,০৩,১৩৬ টাকা উদ্ধার পূর্বক প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করেন।
ভুক্তভোগীগণ বিকাশের মাধ্যমে প্রতারিত হওয়া টাকা হাতে পেয়ে আনন্দে আপ্লুত হয়ে পড়েন এবং ভোলা জেলার পুলিশ সুপার ও সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল ভোলাকে ধন্যবাদ জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.