বিএনপি পূর্ব ঘোষিত হরতালের আজকে দ্বিতীয় দিনের

স্টাফ রিপোর্টার :মারুফ হোসেন

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ঘোষনার তিনদিনব্যাপী হরতাল কর্মসূচি আজকে দ্বিতীয় দিন। গাইবান্ধা জেলাধীন পলাশবাড়ী থানায় উক্ত কর্মসূচির অংশ হিসেবে নানান জটিলতার মধ্য দিয়ে রাজপথে অবস্থান নেয় বিএনপি নেতাকর্মীরা। তবে নেতাদের কাছে জানা যায় যে পুলিশি তৎপরতায় তারা হরতাল কর্মসূচি ভালোভাবে করতে পারছেন না। অন্যদিকে গায়েবি তথা অজ্ঞতা মামলা দেয় তাদের ৯0 জন নেতা কর্মী বিরুদ্ধে ও ৩৪ জনকে তালিকাভুক্ত করেছে। পুলিশি তৎপরতা এতটাই বাড়িয়ে দিয়েছে যে তারা রাত্রি কালে নেতা কর্মীদের বাড়ি ক্রপ দিয়ে রাখে এছাড়াও তাদের বাড়িতে নাগাল না পেয়ে বিশেষ তৎপরতা অভিযান চালাচ্ছে। এতে করে গ্রামগঞ্জে ও এলাকার জনমনে আতঙ্ক বিরাজ করছে। নেতাদের দাবি এটা গণতান্ত্রিক দেশের নীতি নির্ধারণ,জুলুম ও অবিচার হতে পারে না।এছাড়াও আজকে হাইওয়েতে দেখা যায় যে জনজীবন স্বাভাবিক রয়েছে শুধু দূরপাল্লার বাস ব্যতীত সব ধরনের সিএনজি অটো রিক্সা বাইক চলাচল করছে। চলাচল করছে আরও মালগাড়ি তবে তুলনামূলকভাবে কম কিন্তু পুলিশি হেফাজতে মাঝে মাঝে বড় বড় বহর নিয়ে একসাথে অনেক গাড়ি পার করে দিতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *