পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো
বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-দেশ বিরোধী ষড়যন্ত্র,নৈরাজ্য ও সন্ত্রাসবাদী কর্মকান্ডের প্রতিবাদে রাজশাহী মহানগর জাসদের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২৯ অক্টোবর) রবিবার সকাল ১২ টায় বিক্ষোভ মিছিলটি নগরীর গণকপাড়া মোড় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গণকপাড়া এসে শেষ হয়।
রাজশাহী মহানগর জাসদের সভাপতি জননেতা আব্দুল্লাহ আল মাসুদ শিবলী সভাপতিত্বে সংগ্রামী সাধারণ সম্পাদক আমিরুল কবির বাবু সঞ্চালনায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন,সহ সভাপতি শাহরিয়ার রহমান সন্দেশ,আশরাফুল ওমর দুলাল,
কোষাধ্যক্ষ আশরাফুল আলম সিদ্দিক,স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মন্জুর হোসেন শিবলী,কৃষি বিষয়ক সম্পাদক মাহমুদ হোসেন রাসেল,সংখ্যালঘু ও আদিবাসী বিষয়ক সম্পাদক মানিক কুমার সরকার,সহ সম্পাদক পাভেল ইসলাম মিমুল,সদস্য ফয়সাল রহমান রানা,
শামসুল ইসলাম,সাবেক ছাএনেতা জুয়েল খান,২৫ নং ওয়ার্ড জাসদের সভাপতি মোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক সোহাগ রহমান বাপ্পি,বাংলাদেশ ছাএলীগ জাসদ রাজশাহী মহানগর সভাপতি শাহরিয়ার রহমান হিমেল,সাধারণ সম্পাদক সিহাব উদ্দিন সোহাগ,
ছাএনেতা সোহেল রানা,সাজন ইসলাম প্রমুখ।
আব্দুল্লাহ আল মাসুদ শিবলী বলেন,বিএনপি-জামায়াতের জন্ম হয়েছিলো এই দেশে একটি হত্যা কান্ডের মধ্য দিয়ে। তারা কখনো দেশের উন্নয়ন ও শান্তি চাইনি। তারা কথায় কথায় দেশকে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করতে চাই। শনিবার বিএনপি-জামায়াত শান্তি সমাবেশের নামে আগুন সন্ত্রাস তৈরী করেছে। মানুষ পুড়িয়ে মেরে ফেলছে। দায়িত্ব পালন কালে এক পুলিশ সদস্যকে কুপিয়ে হত্যা করেছে। তার ছোট শিশু বাবা বাবা বলে আহাজারি করছে। এমন নির্মম হত্যাকান্ড মেনে নেওয়া যায় না।
আমিরুল কবির বাবু বলেন,আমরা রাজশাহীর মানুষ শান্তি প্রিয় মানুষ। রাজশাহীতে কোন নৈরাজ্য সৃষ্টি করলে মানুষ হত্যা করলে দাঁতা ভাঙ্গা জবাব দেওয়া হবে।বিএনপি-
জামায়াত আবারো তাদের চিরচেনা সন্ত্রাসী রূপ দেখিয়েছে,বর্তমান সরকারের উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় দেশ বিরোধী শক্তি বিএনপি জামাতের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার অঙ্গিকার করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.