স্টাফ রিপোর্টার :মারুফ হোসেন
শনিবার (২৮অক্টোবর) মহাসমাবেশে হামলা, নেতাকর্মীদের হত্যা,মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আন্দোলনরত বিভিন্ন দলের সহস্রাধিক নেতাকর্মী গ্রেফতার, বাড়ি বাড়ি তল্লাশি হয়রানি ও নির্যাতনের প্রতিবাদ এবং চলমান এক দফা দাবিতে টানা ৩ দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি সরকারবিরোধী চলমান আন্দোলনের ধারাবাহিকতায় মঙ্গলবার (৩১ অক্টোবর) থেকে বৃহস্পতিবার( ২ নভেম্বর পর্যন্ত সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামীও। একই সঙ্গে সমমনা দলগুলোরও ডাকা অবরোধ শেষ হচ্ছে আজ। সামনের সপ্তাহ থেকে দলগুলোর নতুন কোন কর্মসূচি দেবে কিনা সে ব্যাপারে পরিষ্কার এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। তবে বিএনপি বলেছিল তারা লাগাতার ও কঠোর কর্মসূচি দিবে। বৃহস্পতিবার ভোর থেকে বিএনপি জামায়াতের তৃতীয় দিনের অবরোধ শুরু হয়েছে। যদিও সকাল হতে এখনো কোথাও কোনো সংঘর্ষ বা মিছিল স্লোগানের তথ্য পাওয়া যায়নি। তবে আগের দিনের চেয়ে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ছিল সড়কে। অন্যান্য সড়কগুলোর পরিস্থিতি একই। গত রোববার সারাদেশে সকাল সন্ধ্যা হরতালের পর দলগুলোর ঘোষিত অবরোধ কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।পরিস্থিতিও নিয়ন্ত্রণে পুলিশ ও রেপিড অ্যাকশন ব্যাটালিয়ন( র্যাব) পাশাপাশি রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার এক নভেম্বর দ্বিতীয় দিনের অবরোধ কর্মসূচিতে দিনব্যাপী রাজধানী সহ বিভিন্ন স্থানে মিছিল,সরকার বিরোধী স্লোগানসহ কোথাও কোথাও সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে এ কর্মসূচি পালন করা হয়। বিচ্ছিন্নভাবে কয়েকটি স্থানে পিকেটিং হয়। বিএনপি'র শীর্ষ নেতারা দাবি করেছেন চলমান অবরোধ কর্মসূচিতে জনগণের ব্যাপক সাড়া পেয়েছেন তারা। জনগণের সমর্থনে নজির বিহীন অবরোধ পালিত হয়েছে। সে কারণে সরকারের পক্ষ থেকে শত শত প্রচেষ্টাতেও দূরপাল্লার কোন যানবাহন চলেনি। এ বিষয়টি দাবি আদায়ে বিএনপিকে টানা কর্মসূচিতে যেতে অনুপ্রাণিত করেছে। তারা মনে করেন, অবরোধের শেষ কর্মসূচির পর দলের পক্ষ থেকে আগামী সপ্তাহ জুড়ে ফের দেশ ব্যাপী অবরোধ দেওয়া হবে। তা চলমান থাকতে পারে পরবর্তী সপ্তাহ তেও।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.