বিএনপির হামলায় নিহত শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীরের দাফন সম্পন্ন

মিজানুর রহমান মিজান

লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে বিএনপির সন্ত্রাসী হামলায় নিহত জাতীয় শ্রমিক লীগ নেতা জাহাঙ্গীর আলমের নামাযের জানাযা সম্পন্ন।

সোমবার (৩০অক্টোবর) বিকেল ০৩টায় লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের বেড়াপাঙ্গা দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে নিহত জাহাঙ্গীর আলমের নামাজের জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযার নামাযে অংশ গ্রহন করেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান,কেন্দ্রীয় আওয়ামিলীগের সদস্য অ্যাডঃসফুরা বেগম রুমি, জেলা আওয়ামীলীগের সহ সভাপতি নজরুল হক পাটোয়ারী ভোলা,যুগ্ন সম্পাদক অ্যাডঃআশরাফ হোসেন বাদল,পৌর আওয়ামিলীগের সাধারন সম্পাদক কাজী নজরুল ইসলাম তপন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন,লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন,গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃ রশিদ টোটন,হারাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিরাজুল খন্দকার রানা,রাজপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন মোফা, খুনিয়াগাছ ইউনিয়ন চেয়ারম্যান খায়রুজ্জামান মন্ডল বাদল,সহ ণ জাতীয় শ্রমিকলীগ,কৃষকলীগ,যুবলীগ, ছাত্রলীগ,সেচ্ছাসেবকলী, জেলা, উপজেলা,পৌর শাখার নেতা কর্মী বৃন্দ সহ হাজার হাজার সাধারন মানুষ উপস্থিত ছিলেন।

 

দুপুর ১২টা নাগাদ শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলমের লাশ রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে তার নিজ বাড়ীতে নিয়ে আসেন,সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান সুজন ও গোকুন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আঃরশীদ টোটন।

লাশ এসে পৌছালে হৃদয়বিদারক পরিস্থিতি তৈরী হয়, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক অ্যাডঃমতিয়ার রহমান পরিবারের সদস্যদের সমবেদনা জানান।

গতকাল জামাত বিএনপির হরতাল চলাকালে মহেন্দ্রনগর ইউনিয়ন আওয়ামিলীগের নেতা কর্মী বৃন্দ শান্তি সমাবেশের প্রস্তুতিকালে বিএনপির সন্ত্রাসীরা অতর্কিত হামলা করে শ্রমিকলীগ নেতা জাহাঙ্গীর আলম কে কুপিয়ে হত্যা করে,এসময় তিনজন গুরুতর আহত হয়,আহতদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *