বিএনপির ডাকা টানা তিন দিনের অবরোধ কর্মসূচির সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন

পলাশবাড়ী প্রতিনিধি,মোঃরাসেল মাহামুদ:

বিএনপি ও জামায়াতের ডাকা দেশ ব্যাপি টানা তিন দিনের অবরোধ কর্মসূচির প্রথম দিনে পলাশবাড়ী থানার রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির পর্যবেক্ষণে আসেন জেলা পুলিশ সুপার কামাল হোসেন।

৩১ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় পুলিশ সুপার পলাশবাড়ী রংপুর ঢাকা জাতীয় মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, রেড পয়েন্ট সমুহ পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

পুলিশ সুপার বলেন হরতাল অবরোধের নামে কেউ আগুন সন্ত্রাস কিংবা নাশকতার চেষ্টা করলে পুলিশ তা কঠোর হস্তে দমন করবে।মানুষের জানমালের নিরাপত্তা বিধানের দায়িত্ব পুলিশের। দায়িত্ব পালন করতে গিয়ে যারা পুলিশকে মেরেছে ইতোমধ্যেই তাদের ২ জনকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার সাথে যারা জরিত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

এসময় পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান, থানার অফিসার ইনচার্জ আরজু মো: সাজ্জাদ হোসেন, পলাশবাড়ী পৌর সভার প্যানেল মেয়র আব্দুস সোবহান বিচ্চুসহ অনেকেই উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *