হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাল্য বিবাহ সমাজে একটি ক্যান্সারের মত বাসা বেঁধেছে। বাল্য বিবাহের ফলে, পারিবারিক কলহ, মাতৃমৃত্যু, বহু বিবাহ ও বিবাহ বিচ্ছেদ বৃদ্ধি পাচ্ছে। বাল্য বিবাহ প্রতিরোধে আইন রয়েছে, সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান ও বেসরকারি উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বাল্য বিবাহ রোধে কাজ করা হচ্ছে। এরপরেও বাল্য বিবাহ বন্ধ হচ্ছে না। বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সর্বস্তরে সচেতনা বৃদ্ধির কোন বিকল্প নেই। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।মঙ্গলবার (১২ নভেম্বর)দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা বাল্য বিবাহ প্রতিরোধ কমিটির সভায় বক্তারা এসব কথা বলেন।জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন, ইউনিসেফ খুলনা বিভাগের প্রধান মোঃ আবু নাসের, সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, বাগেরহাট পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক মোঃ শামসুদ্দীন মোল্লা, বাগেরহাট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন, জেলা প্রতিবন্ধী কর্মকর্তা মোঃ শামীম আহসান, জেলা শিশু কর্মকর্তা আছাদুর রহমান, ইউনিসেফের টেকনিক্যাল অফিসার জাওয়াদ আমিন হাসিবসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।সভায় বাল্য বিবাহ প্রতিরোধে বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করা হয়। ভবিষ্যতে বাল্য বিবাহ প্রতিরোধে গ্রাম পুলিশ ও ইউপি সদস্যদের কাজে লাগানোর পরিকল্পনা করা হয়। বাগেরহাটকে বাল্য বিবাহমুক্ত করতে একসাথে কাজ করার ঘোষনা দেন উপস্থিত অতিথিগণ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.