বারইয়ারহাট আই.টি সেন্টারের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

মিরসরাইয়ের বাণিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত বারইয়ারহাট আই.টি সেন্টার এর ৩৫ তম ব্যাচের কম্পিউটার প্রশিক্ষণার্থীদের চূড়ান্ত মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট কলেজ কেন্দ্রে উক্ত পরীক্ষা সম্পন্ন হয়।

বারইয়ারহাট আইটি সেন্টার এর পরিচালক রুবেল চন্দ্র শীল জানান, বেসরকারীভাবে ২০১০ সালে আই.টি সেন্টারের কার্যক্রম শুরু হয়। পরবর্তীতে কারিগরি প্রশিক্ষণ বিস্তার ও সরকারীভাবে সনদ প্রদানের কথা চিন্তা করে এবং বেকারদেরকে দক্ষ করে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষা বোর্ডে ২০১১ সালে অনুমোদনের জন্য আবেদন করা করা হয়। তারই প্রেক্ষিতে ২০১৩ সালের পহেলা জানুয়ারি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (বিটিইবি) কর্তৃক অনুমোদন প্রাপ্ত হয় যাহার নিবন্ধন নং-৭০১৬০। একই বছর বোর্ডের ১ম ব্যাচে ১৮ জন শিক্ষার্থী দ্বারা এপ্রিল-জুন-২০১৩ সেশনে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে চুড়ান্ত পরীক্ষার মাধ্যমে যাত্রা শুরু হয়। শুরু থেকে অদ্যবধি প্রায় ১১২০ জন ছাত্র-ছাত্রী অত্র সেন্টারের মাধ্যমে বোর্ড পরীক্ষা দিয়ে উর্ত্তীণ হয়ে সনদ গ্রহণ করে বিভিন্ন স্থানে কর্মরত আছে। বর্তমান ব্যাচে জুলাই-ডিসেম্বর (৬মাস) অক্টোবর-ডিসেম্বর(৩মাস)- ২০২৩ সেশনে মিলে ৭৪ জন ছাত্র-ছাত্রী নিয়ে আগামী ২৬ জানুয়ারী ২০২৪ তারিখে পূর্বের ন্যায় ফেনী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বোর্ড চুড়ান্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। অত্র সেন্টারে কারিগরি বোর্ডের অধীনে ৪টি বিষয়ের উপর প্রশিক্ষণ কোর্স চলমান রয়েছে সেগুলো হলো- ৩/৬ মাস মেয়াদী- কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, গ্রাফিক্স ডিজাইন এন্ড মাল্টিমিডিয়া, ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং ও হার্ডওয়্যার এন্ড নেটওয়ার্কিং। কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে ভবিষ্যতে আউটসোর্সিং সহ নতুন কিছু কোর্স অন্তর্ভূক্ত করা হবে এবং বাংলাদেশের উন্নয়নে ও কারিগরি শিক্ষা বিস্তারে সরকারের পাশাপাশি আই.টি সেন্টার থেকেও সকল ধরনের কার্যক্রম গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *