বাবার লাশ বাড়িতে রেখে এইচ এসসি পরীক্ষা দিলেন প্রতিবন্ধী রিপা

এইচ.এম আবু তাহের খান

দশমিনা, পটুয়াখালী।

বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষা দিলেন প্রতিবন্ধী রিপা
পটুয়াখালীর দশমিনায় বাবার লাশ বাড়িতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন মোসা. রিপা আক্তার (১৮) নামে এক প্রতিবন্ধী শিক্ষার্থী। বৃহস্পতিবার সকালে উপজেলা সদরের দশমিনা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি পরীক্ষা দেন।

রিপা উপজেলার ডাক্তার ডলি আকবর মহিলা কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেন।

স্বজনরা জানান, উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা মালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের চায়ের দোকানি ও শিক্ষার্থী রিপার বাবা অলিয়ার হোসেন সরদার কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন।
বৃহস্পতিবার ভোরে রিপার বাবা অলিয়ার হোসেন সরদার উপজেলা সদরের দিগন্ত সড়কের নিজ বাড়িতে মারা যান। এদিন রিপার ইতিহাস ১ম পর্বের পরীক্ষা ছিল।

নিরুপায় প্রতিবন্ধী রিপা বাবার লাশ বাড়িতে রেখে পরীক্ষা কেন্দ্রে চলে যান। এতে আবেগঘন ও হৃদয়বিদারক এক পরিস্থিতির সৃষ্টি হয় পরীক্ষা কেন্দ্র এবং রিপার বাড়িতে।

রিপার চাচা কবির জানান, রিপার পরিবার দরিদ্র। তার পরিবারে বাবাই ছিল একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তিনি রিপার পড়াশুনা চালিয়ে যাওয়ার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

ইউএনও নাফিসা নাজ নীরা বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থী রিপার পরিবারকে সার্বিক সহযোগিতা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *