মুহাম্মদ আলী,স্টাফ রিপোর্টার:
বান্দরবানে আর্থিক ও সাক্ষরতা নিরাপদ ভবিষ্যৎ কর্মসূচির মাধ্যমে নারীদের মাঝে ব্যাংকিং বিষয়ে সচেতনতা বৃদ্ধি ও সকল শ্রেনীর মানুষকে ব্যাংকিং সেবার আওতায় নিয়ে আসার লক্ষে বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবকদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৬নভেম্বর বুধবার বিকেলে শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাকক্ষে আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখা এ সেমিনারের আয়োজন করে। আইএফআইসি ব্যাংক বান্দরবান শাখার ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান শহর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোহেল আজাদ। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ মুনতাসির ( ইনচার্জ, বালাঘাটা উপশাখা),খাদেমুল মাওলা অপু ( এসিস্ট্যান্ট অফিসার),মোঃ সাইফুল ইসলাম সুজন ( এসিস্ট্যান্ট অফিসার),সাংবাদিক মুহাম্মাদ আলী'সহ শতাধিক অবিভাবকবৃন্দ, সেমিনারে নারীদের উপস্থিতি অনেক বেশি ছিল।
সেমিনারে বক্তারা বলেন, প্রাত্যহিক জীবনে বহুমাত্রিক কার্যক্রমের মধ্যদিয়ে নারীরা সরাসরি ভূমিকা রাখছে দেশের স্বনির্ভর অর্থনীতির বিনির্মাণে। শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি প্রান্তিক পর্যায়ে পৌছে দিয়েছে নারী বান্ধব বিভিন্ন ব্যাংকিং সুবিধা। বিভিন্ন পেশাজীবী নারীরাও যাতে এই অগ্রযাত্রায় ভূমিকা রাখতে ও ব্যাংকিং সেবায় অন্তর্ভুক্তির হতে পারেন সে আহবান জানানো হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.