মোঃ শামিম উদ্দিন (বাঘাইছড়ি) প্রতিনিধি
২৯/১/২০২৫
রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের কিয়াংঘাট এলাকায় ভারতীয় সিগারেট জব্দ করেছে বাঘাইহাট জোন সেনাবাহিনী।
বুধবার (২৯জানুয়ারী) অভিযানে ২০০ কার্টুন অবৈধ ভারতীয় প্যাট্রন ব্যান্ডের সিগারেট জব্দ করা হয়।
বাঘাইহাট জোন জানায়, অবৈধ ভারতীয় সিগারেট বাঘাইহাট জোনের আওতাধীন কিয়াংঘাট এলাকা দিয়ে খাগড়াছড়িতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিঃ ওয়াঃ অফিসার আঃ মবিন এর নের্তৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অবৈধ পাচারকারী চক্র আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে ২০০ কার্টুন সিগারেট এর ছয়টি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়,পরবর্তীতে সেগুলি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মুল্যে ২ লক্ষ ৫০ হাজার টাকা।
বাঘাইহাট জোন কমান্ডার লেঃ কর্নেল মোঃ খায়রুল আমিন (পিএসসি) মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2025 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.