মোঃ শামিম উদ্দিন - বাঘাইছড়ি প্রতিনিধি
২৫/৯/২০২৩
বাঘাইছড়ি উপজেলা হতে জেলা শহর রাংগামাটি যাওয়া একমাত্র সড়ক পথ হলো দিঘিনালা উপজেলা হয়ে খাগড়াছড়ি জেলার মধ্যে দিয়ে। বাঘাইছড়ি উপজেলা হতে দিঘিনালা সড়র পথের দুরত্ব হলো ৪০ কিলোমিটার। এই ৪০ কিলোমিটার পাহাড়ি সড়কের দুই পাশে লাল সবুজের সমারোহ ঘটাতে পাঁচশতাধিক কৃষ্ণ চুড়া গাছ লাগানো উদ্যেগ নিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার। কৃষ্ণ চুড়া গাছ বিশ্বের সবচেয়ে সুন্দর গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ। কৃষ্ণচূড়া গাছ একটি বড়, প্রস্ফুটিত, পর্ণমোচী উদ্ভিদ। গাছটি আকর্ষণীয় এবং হালকা সুগন্ধযুক্ত। গ্রীষ্মমন্ডলীয় পরিবেশের সবচেয়ে দুর্দান্ত ফুলের গাছগুলির মধ্যে একটি, এর সৌন্দর্য ফুলের মৌসুমে প্রতিফলিত হয়। এই গাছ রোপনের ফলে যেমন সড়কে পথচারীরা ছায়া পাবে তেমনি অক্সিজেন ও বৃদ্ধি পাবে। কৃষ্ণ চুড়া ফুলের সুন্দরে পাহাড়ে বেরাতে আসা পর্যটকদের মন কে মনোমুগ্ধকর করে তুলবে। এমন মহতি উদ্যেগে সর্বাত্নক সহযোগিতা করে যাচ্ছে বাঘাইছড়ির সেবা মুলক সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি সদস্যরা ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.