বাঘাইছড়ি আমতলী ইউনিয়নে মাহিল্যা যুব সংঘের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন

মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি প্রতিনিধি:

৯/১০/২০২৩

বাঘাইছড়ি আমতলী ইউনিয়নে মাহিল্যা যুব সংঘের নব নির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মাহিল্যা যুব সংঘের সদস্য সচিব জনাব হুমায়ুন কবির মজনু, সঞ্চালনায় অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব রুমানা আক্তার, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার। প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন যুবকরা হলো সমাজে শক্তি। যুবকরাই পারে সমাজে শান্তি শৃংখলা বিরাজমান রাখতে।যুবসমাজ হল একটি সমাজের চালিকাশক্তি।যুবকরা হচ্ছে সমাজের সবচেয়ে কর্মক্ষম অংশ। পরিবর্তনের জন্য যে শক্তি ও ক্ষমতা প্রয়োজন তা একমাত্র যুবকরাই সরবরাহ করতে পারে। তাই মাহিল্যা যুব সংঘের নব নির্বাচিক কমিটি মাহিল্যা এলাকায় আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করবে এই আশা তিনি করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জমির হোসেন, মেয়র বাঘাইছড়ি পৌরসভা। বিশেষ অতিথির বক্তৃতায় তিনি বলেন বাংলাদেশ সরকার বর্তমানে যুবদের জন্য বিভিন্ন রকম যুব প্রশিক্ষনের ব্যাবস্তা করছে, যার মাধ্যামে যুবকরা বেকারত্ব থেকে বেরিয়ে আসছে।যুবকরা যেনো আর্ত নির্ভশীল হতে পারে তার জন্য সরকার বিনা সুদে ঋণের ব্যাবস্তা করেছে। তিনি আশা করেন এই মাহিল্যা যুব সংঘের মাধ্যামে মাহিল্যা এলকার প্রতিটি যুবক কর্মদক্ষ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাইয়ুম, ভাইস-চেয়ারম্যার বাঘাইছড়ি উপজেলা পরিষদ। বিশেষ অতিথির বক্তব্যে শুরুতেই তিনি মাহিল্যা যুব সংঘের নব নির্বাচিত কমিটি দায়িত্ব গ্রহন কারি সকল সদস্যদের কে শুভেচ্ছা জানান।মাহিল্যা যুব সংঘের মাধ্যমে মাহিল্যা এলাকায় সকল রকম উন্নয়নে অবদান রাখার জন্য বাঘাইছড়ি উপজেলা পরিষদের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন। এই সময় উপজেলা ভাইস-চেয়ারম্যানের পক্ষ থেকে মাহিল্যা যুব সংঘের কার্যলয়ের জন্য ১০ টি চেয়ার এবং আমতলী ইউনিয়ন পরিষদের জন্য ১০টি চেয়ার খেয়াঘাটের জন্য ৬ টি ও মাহিল্যা ১টি মসজিদের জন্য ১০ হাজার টাকা প্রদান করেন। ভবিষ্যতে মাহিল্যা যুব সংঘের সকল উন্নয়নমূলক কার্যক্রমে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সহযোগিতা করে যাবে বলে ওয়াদা করেন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জনাব অলিভ চাকমা, চেয়ারম্যান ৩২ নং বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব বিল্টু চাকমা, চেয়ারম্যান খেদারমারা ইউনিয়ন পরিষদ। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জনাব মোঃ মুজিবুর রহমান, চেয়ারম্যান আমতলী ইউনিয়ন পরিষদ ও আহবায়ক মাহিল্যা যুব সংঘ। সভাপতির বক্তব্যে তিনি বলেন এই মাহিল্যা যুব সংঘ অনেক পুরাতন একটি সামাজিক সংগঠন।এই সংগঠন টি মাহিল্যা এলাকায় প্রতিটি দরিদ্র পরিবারে জন্য কাজ করে আসছে। দরিদ্র পরিবারের মেয়ে বিবাহ দেওয়ার জন্য সহযোগিতা করে আসছে। দরিদ্র পরিবারের চিকিৎসার জন্য সহযোগিতা করে আসছে। এই যুব সংঘের মাধ্যামে মাহিল্যা এলাকায় অবকাঠামো অনেক উন্নয়ন করা সম্ভব হয়েছে। তাই মাহিল্যা এলাকায় এই যুব সংঘের অবদান অতি গুরুত্বপূর্ণ। যুব সংঘের সদস্যরা ভবিষ্যতে ও মাহিল্যা এলাকায় সকল রকম ভালো কাজে অবদান রেখে যাবে এই শপথ মনে ধারন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *