মোঃ শামিম উদ্দিন (বাঘাইছড়ি) প্রতিনিধি
২৬/৩/২০২৪
রাঙ্গামাটি বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদা ও ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৬ মার্চ) উপজেলা পরিষদ ও প্রশাসন, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠন, থানা পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, জাতীয় পার্টি, বিএনপি, বিভিন্ন সামাজিক, সাংবাদিক ও পেশাজীবি সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে উপজেলা শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে জাতীয় সঙ্গীতের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
এতে পুলিশ, আনসার বাহিনীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিরিন আক্তার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মারিশ্যা জোর কমান্ডার লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান পদাতিক, বেষ্ট অব অনার উপজেলা চেয়ারম্যান সুদর্শন চাকমা।
উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- অফিসার ইনচার্জ ইশতিয়াক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম ও মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা,বাঘাইছড়ি আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলী হোসেন, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাস, সদ্য সাবেক বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার আবদুস সবুর, সাবেক বীর মুক্তিযোদ্ধা কমাণ্ডার আব্দুল লতিফ, ও অন্যান্য মুক্তিযুদ্ধ ও সন্তানের উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ, স্কুলের শিক্ষক ও ছাত্ররা উপস্থিত ছিলেন।
এছাড়াও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, দিয়ে দিবসটি সমাপ্তি করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.