মোঃ শামিম উদ্দিন - (বাঘাইছড়ি) প্রতিনিধি
৭/০১/২০২৪
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষে চলছে গণনার কাজ। প্রাথমিক ভাবে এগিয়ে রয়েছেন নৌকা প্রতীকের প্রার্থী দীপংকর তালুকদার।
রোববার (৭ জানুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার কিছুক্ষণ পরই গণনা শুরু হয়।
এতে দেখা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের, দীপংকর তালুকদার, নৌকা প্রতীক পেয়েছে - ৪৪৯৫৭ ভোট, তৃণমূল বিএনপির মোঃ মিজানুর রহমান, সোনালী আশ প্রতীক পেয়েছে - ১৫৭ ভোট, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটর অমর কুমার দে, ছড়ি (লাঠি) প্রতীক পেয়েছে - ৩১২ ভোট,
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.