মোঃ শামিম উদ্দিন- বাঘাইছড়ি প্রতিনিধি
১৬/১০/২০২৩
বিশ্ব খাদ্য দিবস একটি আন্তর্জাতিক দিবস যা ১৯৪৫ সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা প্রতিষ্ঠা দিবসকে স্মরণ করার জন্য প্রতি বছর ১৬ অক্টোবর বিশ্বব্যাপী পালিত হয়। তারই ধারাবাহিকতায় বাঘাইছড়িতে ও বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এবারের প্রতিপাদ্য 'পানি জীবন, পানিই খাদ্য। কেউ থাকবে না পিছিয়ে’
এই স্লোগান কে সামনে রেখে বাঘাইছড়ি উপজেলা প্রশাসন, কৃষি সম্প্রাসরণ অধিদপ্তর ও খাদ্য অধিদপ্তরের আয়োজনে সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে এসে আলোচনা সভায় মিলিত হয়।
উপ সহকারী কৃষি অফিসার তোফায়েল আহম্মদ এর সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন জনাব মোঃ আব্দুল কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ। প্রধান অতিথি বক্তব্যে তিনি বলেন সুস্থ ভাবে জীবন যাপন করার জন্য পুষ্টিকর ও স্বাস্থ্যকর খাদ্য মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ। বিশ্ব খাদ্য দিবস যা মানুষের জীবনে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাদ্য খাওয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করার সুযোগ দেয়। তাই বিশ্ব খাদ্য দিবস আমাদের জীবনে গুরুত্ব অপরিসীম।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.