মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি:
৫/১০/২০২৩
১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ অক্টোবর বিশ্ব ব্যাপী এই শিক্ষক দিবস পালন করা হয়। এই দিবসটি শিক্ষকদের সম্মান রক্ষা এবং সমাজে তাদের অবদানকে স্মরণ করার জন্য পালন করা হয়ে থাকে।প্রতি বছর বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। বিশ্ব শিক্ষক দিবসে, স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের সম্মান জানাতে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস আমাদের জীবনে শিক্ষকদের গুরুত্ব প্রতিফলিত করার একটি দিন। তারই দ্বারা বাহীকতা কে অব্যাহত রেখে বাঘাইছড়িতে ও শিক্ষকদের যথাযথ সম্মান রক্ষা এবং সমাজে শিক্ষকদের অবদান স্মরণ করে কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০২৩ উদযাপন করা হয়। বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের জন্য স্বীকৃতি স্বরূপ সকাল ১০ ঘটিকায় সময় স্কুল ক্যাম্পাস থেকে এক টি র্যালী শুরু হয়, র্যালী টি উপজেলার প্রধান প্রধান সড়ক গুরে স্কুল অডিটোরিয়াম কক্ষে আলোচনা অনুষ্ঠানে এসে মিলিত হয়।
কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক পঞ্চম কর্মকারের সঞ্চালনায় আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জমির হোসেন, মেয়র বাঘাইছড়ি পৌরসভা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল কাইয়ুম, ভাইস-চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন মিসেস সাগরিকা চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান বাঘাইছড়ি উপজেলা পরিষদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইসতিয়াক আহমেদ, উপজেলা ইনচার্জ বাঘাইছড়ি উপজেলা। সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আলী হোসেন, সভাপতি কাচালং বালিকা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি।