মোঃ শামিম উদ্দিন – বাঘাইছড়ি প্রতিনিধি
৪/১১/২০২৩
‘পুলিশ-জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’। এই প্রতিপাদ্য–কে মরে ধারণ করে সারা দেশের ন্যায়ে বাঘাইছড়িতে ও কমিউনিটি পুলিশিং ডে-২০২৩ উদযাপন করা হয়েছে।
দিবস টি উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি থানার উদ্যেগে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনর্চাজ জনাব মোঃ ইশতিয়াক আহমেদ এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব সুদর্শন চাকমা।
প্রধান অতিথি বক্তব্য তিনি বলেন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিং-এর গুরুত্বপূর্ণ অপরিসীম। পুলিশ জনগণের বন্ধু। সাধারণ মানুষের মধ্যে পুলিশি ভীতি দূর করে সেবা সহজ করতে কমিউনিটি পুলিশিং-এর বিকল্প নেই।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব রুমানা আক্তার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌরসভার মেয়র জনাব জমির হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান জনাব মোঃ আব্দুল কাইয়ুম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জনাব আলী হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব গিয়াস উদ্দিন আল মামুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি প্রেস ক্লাবের সভাপতি জনাব দীলিপ কুমার দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আজিজুল রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সবুর।