মোঃ শামিম উদ্দিন - বাঘাইছড়ি প্রতিনিধি
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারনে রাংগামাটির কাপ্তাই হ্রদ এখন পানিতে টইটুম্বুর। কাচালং নদীর পানি বিপদ সীমার উপর দিয়ে অতিবাহিত হওয়ার কারনে বাঘাইছড়িতে বন্যায় দিশেহারা নিম্নাঞ্চল বাসী। এরই মধ্যে বিভিন্ন বিদ্যালয়, কলেজ, ঘর বাড়ি, সড়ক পানির নিচে তলিয়ে গেছে। পানিবন্ধি হয়ে পরেছে হাজারো পরিবার। ডুকে গেছে ফসলি জমি থেকে শুরু করে শীত কালিন সকল রকমের সবজি গাছ। বিভিন্ন জায়গায় ডুবে গেছে বানিজ্যক ভাবে চাষ করা পুকুর এতে করে লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে মাছ চাষিরা। বন্যার কারনে মানুষের মাঝে দেখা দিচ্ছে বিভিন্ন রকমের পানি বাহিত রোগ।এমতাবস্থায় বাঘাইছড়ি বন্যার পরিস্থিতি সর্বক্ষনিক নজর দারি করছেন উপজেলা পরিষদ ও বাঘাইছড়ি পৌরসভা। এরই মধ্যে আশ্রয় কেন্দ্র গুলোতে জন প্রতিনিধি থেকে শুরু করে বিভিন্ন সেচ্ছাসেবী সংগঠন সহযোগিতা করে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.