বাগেরহাটে ‘সাগর পাড়ের জীবন যুদ্ধ’ মাঠ মহড়া অনুষ্ঠিত

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটের মোড়েলগঞ্জে ঘূর্ণিঝড় পূর্বাভাস ভিত্তিক আগাম সাড়াদান ব্যবস্থাপনা বিষয়ক মাঠ মহড়া “সাগর পাড়ের জীবন যুদ্ধ” অনুষ্ঠিত হয়েছে। উপকূলীয় এলাকার একটি গ্রামে ঘূর্ণিঝড় আসার আগে এবং পরে জনসাধারণের করণীয় বিষয় উপস্থাপন করা হয় এ মাঠ মহড়ায়।
মোড়েলগঞ্জের দক্ষিনবাংলা কলেজ মাঠে ডব্লিউ.এফ.পি‘র সহযোগীতায় সুশীলনের বাস্তবায়নে স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি উদ্যোগে এই মহড়া অনুষ্ঠিত হয়।
আয়োজকরা জানান, সর্বস্তরের মানুষকে দুর্যোগ প্রতিরোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিসহ দুর্যোগের আগে, চলাকালীন ও পরবর্তী পর্যায় ব্যক্তি, পরিবার ও সামাজিক পর্যায়ে প্রস্তুতি নিশ্চিতসহ জানমালের ক্ষয়ক্ষতি কমিয়ে আনার জন্য এই মহড়া স্থানীয়দের দুর্যোগ সম্পর্কে সচেতন করবে।
এ মাঠ মহড়া অনুষ্ঠানে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম, বিএনপি নেতা কামাল খান, জামায়াত নেতা মো. কবির হোসেন, সুশীলনের প্রকল্প সমন্বয়কারী ইমরান হোসেন প্রমুখ।
এসময় বক্তারা বলেন, বাংলাদেশের মানুষকে বিশেষ করে উপকূলীয় এলাকার মানুষকে প্রতিনিয়ত প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে বেঁচে থাকতে হয়। প্রাকৃতিক দুর্যোগ হয়তো বন্ধ করা যাবে না, কিন্তু প্রত্যেক স্তরে সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি কমিয়ে আনা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *