বাগেরহাটে বকেয়া বেতনের দাবিতে পৌরসভা কর্মচারীদের সড়ক অবরোধ করে বিক্ষোভ

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাট পৌরসভার কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বকেয়া বেতনের দাবিতে । রোববার (১ ডিসেম্বর) সকালে পৌরসভা কার্যালয়ের সামনে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
বিক্ষোভ কর্মসূচির সময় তারা তাদের দাবির প্রতি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে শ্লোগান দেন এবং দাবি আদায়ের জন্য আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এ সময় পৌরসভার সামনের সড়কের দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হলে যান চলাচল শুরু হয়।
বিক্ষোভকারীরা বলেন, আমরা নিম্ন শ্রেণীর কর্মচারী। আমাদের সামান্য বেতনে সংসার চালানোই কঠিন। ছয় মাসের বেতন বাকি থাকায় পরিবার নিয়ে দারুণ কষ্টে দিন কাটাচ্ছি। তারা দ্রুত বকেয়া বেতন পরিশোধের জন্য পৌরসভার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জোরালো দাবি জানান। কর্মচারীরা তাদের ন্যায্য পাওনা আদায়ে কর্তৃপক্ষের ত্বরিত পদক্ষেপ আশা করছেন।
প্রসঙ্গত, বাগেরহাট পৌরসভার বিভিন্ন শাখায় মোট ২২৭ জন কর্মচারী রয়েছেন। তারা ছয় মাস ধরে বেতন পাননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *