হারুন শেখ সটাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাংলাদেশ কৃষি ব্যাংক গন মানুষের ব্যাংক শহরে এই ব্যাংকের তেমন কোন শাখানেই বেশিরভাগ শাখাই গ্রাম-গঞ্জে। সাধারণ মানুষ, কৃষি ও কৃষককদের উন্নয়নে কাজ করে আসছে এই ব্যাংক। ব্যাংক যদি সফল হয়, তাহলে দেশ সফল হবে এ জন্য সকল শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের আন্তরিকভাবে গ্রাহকদের সেবা দিতে হবে,তাহলেই ব্যাংক ও দেশ এগিয়ে যাবে।মঙ্গলবার ২৪ (সেপ্টেম্বর) সকাল ১১ টায় (এগারটায়) বাগেরহাট চিংড়ি গবেষনা কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি)শাখা ব্যবস্থাপক ও মাঠকর্মীদের নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।
বিকেবি‘র মূখ্য আঞ্চলিক ব্যবস্থাপক দেবদাস সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত
সম্মেলনে প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন বিকেবি খুলনা বিভাগীয়
কার্যালয়ের মহাব্যবস্থাপক মুহাম্মদ মাজহারুল ইসলাম,
উক্ত সম্মেলনে অন্যান্য মধ্যে বক্তৃতা করেন, বিকেবি‘র সহকারী মহাব্যবস্থাপক মোঃ মশিউর রহমান, নিরীক্ষা কর্মকর্তা
মোঃ আবু হাশেম মিয়া, মোঃ এনামুল হক, বাগেরহাট শাখা ব্যবস্থাপক হামিম শেখ,
জাতীয়তাবাদী অফিসার্স ঐক্য ফোরামের তহা হোসেন, এম রেজাউল কবির, নুর
মোহাম্মদ শেখ প্রমুখ।
সম্মেলনে বাগেরহাটের ২১টি শাখার শাখা ব্যবস্থাপক ও মাঠ কর্মকর্তাগণ
অংশগ্রহন করেন। সম্মেলনে ব্যাংকের সেবার মান, মূলধন ও গ্রাহক বৃদ্ধির
জন্য নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.