হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভার মধ্যদিয়ে বাগেরহাটে পালিত হলো এনজিও ফাউন্ডেশন দিবস ২০২৪। (৩ ডিসেম্বর) সোমবার সকাল এগারোটায় এস এম কেকে এর সভাপক্ষে আস বাংলাদেশ এর নির্বার্হী পরিচালক ও বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মোঃ কামরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা সমাজ সেবার উপ- পরিচালক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন এনটিভির জেলা প্রতিনিধি বাগেরহাট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরফদার রবিউল ইসলাম, বাগেরহাট যুবউন্নয়ন এর সহ কারী পরিচালক মোঃ মিজানুর রহমান, এডাব এর বাগেরহাট সভাপতি ঝিমি মন্ডল । এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ছাত্র প্রতিনিধি নওরিন, বাগেরহাট টেলিভিশন জার্নিালিষ্ট আ্যসোসিয়েশন এর সাধারন সম্পাদক ইয়ামিন আলী, সাংবাদিক মোল্লা আঃ রব, রুপান্তরের জেলা সমন্বয়কারী শিল্পী আক্তার, কে এন কে এস এর প্রতিনিধি অরিন্দম দেবনাথ প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.