বাগেরহাটে আদালতে নিয়োগকৃত পিপি জিপিদের  জেলা ও দায়রা জজের সাথে   সৌজন্য সাক্ষাৎ

হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।

বাগেরহাটে আদলতে সদ্য নিয়োগকৃত পিপি, জিপি প্রতিনিধিরা জেলা ও দায়রা জজ আশরাফুল ইসলামের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে। সোমবার (১৮ নভেম্বর) সকাল দশটায় জেলা আইনজীবী সমিতির আহবায়ক অ্যাডভোকেট মাহফুজুর রহমান লাহু ও সদস্য সচিব জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট শেখ  মোশারেফ হোসেন মন্টুর নেতৃত্বে পিপি, জিপিরা জেলা ও দায়রা জজের  সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।  জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম এক আনন্দঘন পরিবেশের মধ্যে দিয়ে  সদ্য নিয়োগ পাওয়া পিপি ও জিপিদের ফুল দিয়ে বরণ করে নেন। এ সময় যুগ্ম জেলা ও দায়রা জজ (২) খুরশীদ আলম,চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ওসমান গণি আদালতের  অন্যান্য বিচারক ,পিপি এডভোকেট মাহবুব মোর্শেদ লালন,জিপি এডভোকেট আলহাজ্ব মহাসিন আলী, নারী ও শিশু আদালতের পিপি হাওলাদার আঃ মান্নান এম,এ ওয়াদুদ  মুক্ত, সহ সকল সহকারী পিপি ও জিপিরা উপস্থিত ছিলেন ।জেলা ও দায়রা জজ মোঃ আশরাফুল ইসলাম সততা ও ন্যায় নিষ্ঠার সাথে আদালতে তাদের উপর অর্পিত  দায়িত্ব পালনের জন্য গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। পরে বিকালে জেলা প্রশাসকের সাথে সদ্য নিয়োগ পাওয়া পিপি ও জি পিরা সৌজন্য সাক্ষাৎ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *