হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের ৭ দিনের মাথায় তাকে করে বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) করে স্বাস্থ্য অধিদপ্তর মহাখালীতে সংযুক্ত করা হয়েছে।রোববার (৩ নভেম্বর) সকালে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়ন সহকারী সচিব শোভন রাংসা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত হওয়াগেছে।তিনি ৩ নভেম্বর থেকে আবশ্যিকভাবে অবমুক্ত হবেন এবং যোগদানকাল ভোগ না করে ৪নভেম্বর থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে স্বাস্থ্য অধিদপ্তরে যোগদান করবেন। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৪অক্টোবর) বেলা ১১টায় বাগেরহাট সরকারি বালিকা বিদ্যালয়ে ক্যানসার সৃষ্টিকারী হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের (এইচপিভি) প্রতিরোধী টিকা প্রদান অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসানের উপস্থিতিতে বক্তব্যের শেষে জয় বাংলা স্লোগান দেন বাগেরহাটের সিভিল সার্জন ডা. মো. জালাল উদ্দিন আহম্মেদ। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সিভিল সার্জেনের অপসারণের দাবিতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।
গত রোববার (২৭ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জড়ো হয়ে সচেতন বাগেরহাটবাসীর ব্যানারে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল আহসান ও সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহমেদের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছিলেন স্থানীয়রা।
এ সময় এ দাবির পক্ষে একাত্মতা ঘোষণা করে জেলা বিএনপি, যুবদল, শ্রমিক দল ও মহিলা দলের নেতারা কর্মসূচিতে অংশগ্রহণ করেছিলেন।