হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের শরণখোলায় গাছের ডাল কাটতে উঠে বিদ্যুতায়িত হয়ে সাকাওয়াত আকন (৪৭) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২ডিসেম্বর) সকালে উপজেলার দক্ষিণ কদমতলা গ্রামে এঘটনা ঘটে। নিহত সাকাওয়াত আকন একই গ্রামের মৃতঃ গণি আকনের ছেলে। নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন শরণখোলা থানার ওসি মোঃ শহিদুল্লাহ।
স্বজনরা জানান,এদিন সকাল ৭ টায় সাকাওয়াত পার্শ্ববর্তী মোতালেব তালুকদারের বাড়ির একটি গাছের ডাল কাটতে যান এসময় গাছের পাশে থাকা বৈদ্যতিক তারের সংস্পর্শে গাছ থেকে ছিটকে পরেন সাকাওয়াত। কিছুক্ষণ পর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক বিশ্বজিৎ মজুমদার বলেন, হাসপাতালে আনার আগেই সাকাওয়াতের মৃত্যু হয়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুল্লাহ জানান, এব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দাখিল করেনি।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.