হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা
বাগেরহাটের রামপালের কালেখারবেড় গ্রামের তাপস হালদার ও বিপ্রদাস হালদার নামের দুই সহোদরের মৎস্য ঘেরের মধ্যে থাকা খাল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ঘের মালিকদের বিপুল পরিমাণ মাছ ভেসে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে ভুক্তভোগী তাপস হালদার সোমবার (৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় রামপাল থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগকারী উপজেলার কালেখারবেড় গ্রামের মৃত হরিদাস হালদারের ছেলে তাপস হালদার লিখিত অভিযোগে জানান, কালেখারবেড় মৌজার বিলে পৈতৃক ১০ একর জমিতে দীর্ঘ ১৮/২০ বছর ধরে তারা শান্তিপূর্ণভাবে মাছ চাষ করে আসছেন। গত ইং ২ ফেব্রুয়ারি রবিবার বেলা ১১ টায় একই কালেখারবেড় গ্রামের মো. দেলোয়ার হোসেন ইজারদার ও মো. তিতাস শেখ ২০/২৫ জন লোক নিয়ে কালেখারবেড় মৌজার বিলের ঘেরে যায়। তারা ঘেরের মধ্যে থাকা সরকারি খালের বাঁধ কেটে দেয়। এতে প্রায় তাদের লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা দাবী করেন। খাল কেটে ফিরে যাওয়ার সময় মাছ চাষ না করার জন্যে হুমকি দিয়ে চলে যায়।
অভিযোগের বিষয়ে দেলোয়ার ইজারদার ও তিতাস শেখের কাছে জানতে চাইলে তারা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, বিগত আওয়ামীলীগের সময় তারা সরকারি খাল বেঁধে রেখে পানি প্রবাহে বাধা সৃষ্টি করেছেন। মাছ চাষের সুবিধার্থে গ্রামবাসী সরকারি খালের বাঁধ অপসারণ করেছে।
এ বিষয়ে রামপাল থানার ওসি মো. সেলিম রেজার কাছে জানতে চাইলে লিখিত অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, খবর পেয়েই পুলিশের টিম পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হচ্ছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2025 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.