হারুন শেখ স্টাফ রিপোর্টার বাগেরহাট জেলা।।
বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে ৪ কোটি টাকা মূল্যের ১৮০ মন (৭২০০ কেজি) জাটকা ইলিশ, ১২ লাক্ষ মিটার কারেন্ট জালসহ দুটি ট্রলার ও ১০ জেলেকে আটক করেছে কোষ্ট গার্ড সদস্যরা। রবিবার (১৭ নভেম্বর) ভোররাত ৪ টার দিকে ট্রলার দুটি বলেশ্বর নদীর মোহনা থেকে আটক করা হয়। রবিবার (১৭ নভেম্বর) বেলা ১২ টার দিকে তাদেরকে মোবাইিল কোর্টে তুলে অর্থদন্ড দেয়া হয়েছে। মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম মোবাইিল কোর্ট পরিচালনা করে ট্রলারে থাকা বাগেরহাট ও শরখলোর ১০ জেলেকে ৫ হাজার টাকা করে মোট ৫০ হাজার টাকা অর্থদন্ড দেন। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা রনজিৎ কুমারের উপস্থিত ছিলেন।
মোরেলগঞ্জ জোনের কোস্ট গার্ড কর্মকর্তা মনজুর হোসেন জানান, একই সাথে ট্রলারে থাকা ৪ কোটি ৪৮ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ১২ লক্ষ মিটার কারেন্ট জাল জনসমক্ষে পুড়িয়ে ধ্বস ও ৭ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসচ্ছল লোকদের মাঝে বিলিয়ে দেয়া হয়।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.