মোঃ রেজাউল করিম
নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের বাগাতিপাড়ায় অপহরণ মামলার প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে (৫৪) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
১৬ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের অভিযানে উপজেলার দয়ারামপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার লুৎফর ওই এলাকার মিশ্রিপাড়া গ্রামের মৃত আলীমুদ্দিনের ছেলে।
সূত্রে জানা য়ায়, গত ১৩ মে সন্ধ্যায় বাদী অটোযোগে দয়ারামপুর বাজার থেকে নিজ বাসায় (বনপাড়া) ফেরার পথে লুৎফরসহ আসামিগণ তাকে অপহরণ করে তার (লুৎফর) বাড়িতে নিয়ে গিয়ে শারীরিক নির্যাতন করে হাত-পা ও মুখ বেঁধে রেখে পালিয়ে যায়। পরে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় ভুক্তভোগী উদ্ধার হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থেকে, পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলার দায়ের করেন।
র্যাবের কোম্পানি কমান্ডার মেজর হাসান মাহমুদ জানান, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিল। প্রধান পলাতক আসামি লুৎফর রহমানকে গ্রেফতার হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.