// বরিশাল জেলা প্রতিনিধি//
মোহাম্মদ জাকির হোসেন
গারুরিয়া ইউনিয়নের ডিঙ্গারহাট বাজার সংলগ্ন ভায়া কলসকাঠি, গান্ধী আশ্রম, সড়কের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, (এল,জি,ই,,ডি)বরিশালের তত্ত্বাবধানে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দেওয়া , ২কোটি ১১ লক্ষ ৩২ হাজার৩৩৯/৩০ বরাদ্দ দিয়ে কলসকাটি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন , গত ৭ আগস্ট ২০২৩ তরিখে স্থানীয় জনগণ হিন্দু সম্প্রদায়ের লোকেরা অধীর আগ্রহ নিয়ে, গুরুত্বপূর্ণ সড়কটিকে , চলাচলের জন্য উপযোগী করে দেওয়ায় , সেই সাথে শ্রী হর্ষ বর্ধন শিংলার নাম খতি ফলক উম্মোচন করায়,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে বাকেরগঞ্জ বাসীর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন , কলস কাঠি ইউনিয়ন বাঁশি ,ভারতীয় সাবেক হাই কমিশনার শ্রী হর্ষ বর্ধন শিংলার নামে কেন সড়কটির নামকরণ করা হইল ? স্বাধীনতা যুদ্ধে কলসকাঠিতে ৩৬০ জন হিন্দু ভাইদের একদিনে একই জায়গায় পাক হানাদার বাহিনী নির্মমভাবে হত্যা করে তাদের স্মৃতি র প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ভারত, শ্রী হর্ষবর্ধন শিংলা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও শহীদদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে কলসকাঠি বধ্যভূমি ও গান্ধী আশ্রম পরিদর্শন করতে এসেছিলেন তাই ১৯৭১ সালের ভারত এবং বাংলাদেশ বন্ধুত্ব সারা জীবন স্মৃতি হিসেবে৷ স্মরণীয় হয়ে থাকবে,তৎকালীন সময় ভারতে এক কোটি লোক বাংলাদেশি আশ্রয় দিয়েছিলেন তারা, শ্রী হর্ষবর্ধন সিংলা র নামে রাস্তাটির নামকরণ করায় বীর মুক্তিযোদ্ধা সাবেক মন্ত্রী জাতীয় পার্টির কো চেয়ারম্যান এবিএম রুহুল আমিন হাওলাদার, ও তার সহধর্মিনী জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, বেগম নাসরিন জাহান রত্নাএমপি কে কলসকাঠী ইউনিয়ন বাঁশির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন ।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.