স্টাফ রিপোর্টার : পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। ১১ অক্টোবর শুক্রবার দিবাগত রাত ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মঠবাড়িয়া আর্মি ক্যাম্প হতে ক্যাম্প কমান্ডার এর নেতৃত্বে উপজেলার ধানীসাফা ইউনিয়নের বাদুরগাছা গ্রামে মাদক ও অস্ত্র উদ্ধারের জন্য একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযান শেষে দেশীয় ধারালো অস্ত্র (৪টি রামদা, ১টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল), ১৩৫ পিচ ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, নগদ ১৫ হাজার ৯ শত টাকা, ৮টি চোরাই মোবাইল, ১টি ক্যামেরা উদ্ধার করা হয়। এছাড়া কুখ্যাত মাদক সম্রাট হাফিজুর রহমান হাসিব পিতাঃ হেলাল উদ্দিন (৩টি মামলা), নাজমুল শিকদার ওরফে কালিয়া পিতাঃ নাসির শিকদার (২টি হত্যা মামলাসহ ৭টি মামলা), ফাহাদ পিতাঃ কুদ্দুস মুন্সি এবং তৌহিদুল ইসলাম পিতাঃ রিপন হাওলাদার নামে ৪ জনকে হাতেনাতে আটক করা হয়। ইতিপূর্বে তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে থানা সূত্রে জানা যায়।
আটককৃতদের মঠবাড়িয়া আর্মি ক্যাম্প-এ প্রাথমিক জিজ্ঞাসা শেষে মঠবাড়িয়া থানায় উদ্ধারকৃত সামগ্রীসহ হস্তান্তর করা হয়েছে। মঠবাড়িয়া থানা কর্তৃপক্ষ আটককৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে ক্যাম্প কমান্ডারকে অবহিত করেন।
এ ব্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুন জানান, যৌথ অভিযানে আটককৃতদের নামে মামলা প্রক্রিয়াধীন, মামলার শেষে আসামিদের কে আদালতে প্রেরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.