মোঃ ফাহিম হোসাইন (স্টাফ রিপোটার)ঠাকুরগাঁও
বিএনপি-জামায়াত সন্ত্রাসী দল। অতএব তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেন।
বৃহস্পতিবার বিকেলে (৯ নভেম্বর) ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলারহাট ইউনিয়ন পরিষদের আয়োজনে সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন বিষয়ক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এ কথা বলেন।
সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, বাংলাদেশ উন্নয়নে যখন এগিয়ে যাচ্ছে তখন বিএনপি-জামায়াত নানামূখী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা দেশে হরতাল-অবরোধের নামে উন্নয়নের কাজ ব্যাহত করতে চায়। নিরিহ মানুষকে তারা আগুনে পুড়িয়ে হত্যা করছে; তারা অপরাজনীতিতে লিপ্ত হয়েছে। বাংলাদেশে জনগণ তাদের এসব অপরাজনীতি রুখে দিবে।
তিনি বলেন, বর্তমান আওয়ামী লীগ সরকার বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে; আর এই শান্তির বাংলাদেশকে অশান্তিতে পরিণত করতে চায় বিএনপি-জামায়াত। তারা দেশের সাধারণ জনগণকে জিম্মি করতে মড়িয়া হয়ে উঠেছে। তারা দেশের নির্বাচন বানচালের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।
রমেশ চন্দ্র সেন বলেন, যথাসময়ে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে; কেউ আটকে রাখতে পারবে না। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যদি বিশৃঙ্খলা পরিস্থিতি করতে চায়, তাহলে তাদেরকে কঠোর শাস্তি পেতে হবে।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করার মাধ্যমে শেখ হাসিনার হাতকে শক্তিশালীর করার জন্য সকলের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
ঢোলার হাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বাবলু, সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম স্বপন, ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. অরুণাংশু দত্ত টিটো, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম সরকার।
এছাড়াও জনসভায় বক্তব্য দেন, ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির প্রকৌশলী আবদুল কাদের, সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মন, ঢোলার হাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সীমান্ত কুমার বর্মন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, ঢোলার হাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ষষ্টি রাম বর্মন, রুহিয়া থানার ওসি সোহেল রানা প্রমূখ।
জনসভার আগে ঠাকুরগাঁও সদর উপজেলা এলজিইডির তত্ত্বাবধানে ঢোলারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভীত বিশিষ্ট দুইতলা ভবন, আকচা ইউনিয়নের শামসিয়া সরকারি প্রাথমি বিদ্যালয়ে ৮৭ লক্ষ টাকা ব্যয়ে তিনতলা ভীত বিশিষ্ট দুইতলা ভবন, দক্ষিণ বঠিনা রিভারভিউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কোটি ৮ লক্ষ টাকা ব্যয়ে চারতলা ভীত বিশিষ্ট তিনতলা ভবন, দুই কোটি ৩২ লক্ষ টাকা ব্যয়ে বোয়ালিয়া রেজিস্ট্রার সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে আখানগর পোল্ট্রি ফার্ম পর্যন্ত দুই কিলোমিটার ৩২ মিটার এবং দুই কোটি ৯০ লক্ষ টাকা ব্যয়ে ঢোলারহাট হতে ফাড়াবাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়ক পাকাকরণের ভিত্তিপ্রস্তর স্থাপনের উদ্বোধন করেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.