বাঁশি বাজিয়ে লজেন্স বিক্রি করা দৃষ্টিহীন সেই রফিকুলের পাশে ডিসি।

আছিফুর রহমান রাহুল
জেলা প্রতিনিধি, শরীয়তপুর

ঢাকা পোস্টে সংবাদ প্রকাশে ভাগ্য খুললো বাঁশি বাজিয়ে লজেন্স বিক্রি করা দৃষ্টিহীন সেই রফিকুলের ।

ছোটবেলায় টাইফয়েড জ্বরে দুই চোখ হারিয়ে দৃষ্টিহীন হয়ে পড়েন রফিকুল ইসলাম। কিন্তু এরপরও ভিক্ষাবৃত্তিকে বেছে নেননি তিনি। বাঁশি বাজিয়ে লজেন্স বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। বার্ধক্যজনিত বিভিন্ন রোগে পুঁজি ফুরিয়ে লজেন্স কেনার সামর্থ্য না থাকায় প্রায়ই কষ্ট করতে হতো তাকে। অনেকদিন যাবতী তিনি খুব দুঃখ কষ্টের সংসার চালাতেন ।পরে গত ১৬ সেপ্টেম্বর দৃষ্টিহীন রফিকুল ইসলামকে নিয়ে অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টে ‘বাঁশি বাজিয়ে লজেন্স বিক্রি করেন রফিকুল’ শিরোনামে সংবাদ প্রকাশ করে ঢাকা পোস্ট এর জেলা প্রতিনিধি সাইফ রুদাদ । ওই সংবাদ প্রকাশের পর শরীয়তপুর সদর উপজেলা ও জেলা প্রশাসনের নজরে আসে রফিকুল ইসলামের জীবনসংগ্রাম। এরপর জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দীন আহাম্মেদ দৃষ্টিহীন রফিকুল ইসলামের খোঁজখবর নিতে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রকে নির্দেশ দেন। পরবর্তীতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করলে রফিকুল ইসলাম ‘নগদ অর্থ নিতে তিনি অস্বীকৃতি জানায় , কিন্তু লজেন্স ও বাঁশি কিনে দিলে নিবেন তিনি’।

এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে জেলা প্রশাসক মুহাম্মদ নিজাম উদ্দিন আহাম্মেদ রফিকুল ইসলামের হাতে ২০০ বাঁশি ও ৬০ বক্স পিপারমেন্ট লজেন্স তুলে দেন, যা তিনি (রফিকুল ইসলাম) প্রায় এক বছর বিক্রি করতে পারবেন ,লজেন্স ও বাঁশি পেয়ে অনেক খুশি হয়েছেন তিনি এবং সংশ্লিষ্ট সকলকে তিনি ধন্যবাদ জানান ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *