বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসার কামিল ১ম ব্যাচের সবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত ---
নোয়াখালী জেলা প্রতিনিধি --
মো:ইসমাইল মেহেদী
নোয়াখালীর জেলার অন্তর্গত কোম্পানিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বসুরহাট ইসলামিয়া কামিল (স্নাতকোত্তর) মাদ্রাসার কামিল হাদিস (১ম পর্ব) ২০২১-২২ শিক্ষাবর্ষ ১ম ব্যাচের সবক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।।
আজ ১২-ই ফেব্রুয়ারি ২০২৪, রোজ সোমবার, সকাল ১০ ঘটিকা হইতে উক্ত অনুষ্ঠান শুরু হয়।
উক্ত সবক প্রদান অনুষ্ঠান ও মতবিনিময় সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন
অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদ।
মাননীয় উপাচার্য, ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা
এবং অন্যান্য আমন্ত্রিত মেহমানবৃন্দ উপস্থিত ছিলেন।
বসুরহাট ইসলামিয়া কামিল মাদরাসা ১৯০১ খ্রিস্টাব্দ থেকে প্রথম তার যাত্রা শুরু করে।
বিগত এক শতাব্দীর ও বেশি সময় ধরে উক্ত প্রতিষ্ঠানটি নোয়াখালী জেলার মধ্যে সুনাম ও সুখ্যাতির সাথে পাঠ দান করে আসছে।
সুনামধন্য এই প্রতিষ্ঠান-টি গত ২২-ই আগষ্ট ২০২৩ ইং কোম্পানীগঞ্জে একমাত্র কামিল (স্নাতকোত্তর) মাদরাসা হিসেবে পাঠ দানে স্বীকৃতি লাভ করে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.