বরিশাল জেলা প্রতিনিধি
//মোহাম্মদ জাকির হোসেন//
বরিশালের বিভিন্ন স্থানে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা করা হয়েছে।
সম্প্রতি বরিশাল মহানগরের ২১ আগস্ট সোমবার বিকাল ৫ টায় জেল প্রশাসন বরিশালের আয়োজনে নগরীর কেন্দ্রীয় লঞ্চঘাট, কাউয়ারচর খেয়াঘাট ও ডিসি ঘাট এলাকায় ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল শহিদুল ইসলাম এর নির্দেশনায় লিফলেট বিতরণ করেন উপপরিচালক স্থানীয় সরকার বরিশাল গৌতম বাড়ৈ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর মনিরুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) বরিশাল সদর মোঃ তরিকুল ইসলাম, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল মোঃ জাবেদ হোসেন চৌধুরী ও ফাইিজা বীসরাত হোসেন। শুরুতে লঞ্চঘাটে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পথসভা ও পথচারীদের মাঝে ডেঙ্গু প্রতিরোধে করণীয় লিফলেট বিতরণ করা হয় পরে পথর্যালি করে কাউয়ারচর খেয়াঘাট ও ডিসি ঘাট এলাকায় পথচারী, দোকানদার ও বিভিন্ন যানবাহনে জেলা প্রশাসনের সচেতন মূলক লিফলেট বিতরণ করা হয়। ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণতঃ ভোরবেলা ও সন্ধ্যার পূর্বে কামড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু জ্বর সেরে যায়, তবে ডেঙ্গু শক সিনড্রোম এবং হেমোরেজিক ডেঙ্গু জ্বর মারাত্মক হতে পারে। বর্ষার সময় সাধারণত এ রোগের প্রকোপ বাড়ে। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু জ্বর প্রতিরোধ করা যায়। আপনার ঘরে এবং আশেপাশে যে কোন জায়গায় পানি জমতে না দেয়া। ফলে এডিস মশার লার্ভা জন্মাতে পারবে না। ব্যবহৃত পাত্রের গায়ে লেগে থাকা মশার ডিম অপসারণে পাত্রটি ব্লিচিং পাউডার দিয়ে ঘষে পরিষ্কার করতে হবে। ফুলের টব, প্লাস্টিকের পাত্র, পরিত্যক্ত টায়ার, প্লাস্টিকের ড্রাম,মাটির পাত্র, বালতি, টিনের কৌটা, ডাবের খোসা/নারিকেলের মালা, কন্টেইনার, মটকা, ব্যাটারী শেল ইত্যাদিতে এডিস মশা ডিম পড়ে। কাজেই এগুলো বর্জ্য হিসেবে ব্যবস্থা নেয়া। ব্যবহৃত পানির পাত্র ধ্বংস অথবা উল্টে রাখতে হবে যাতে পানি না জমে। দিনে অথবা রাতে ঘুমানোর সময় অবশ্যই মশারী ব্যবহার করুন। আগামীকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে সকাল ১১ টায় রুপাতলী বাসস্ট্যান্ড ও দুপুর ১২ টায় নথুল্লাবাদ বাসস্ট্যান্ড এলাকায় গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হবে।
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.