বদলগাছীতে সতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার সংবাদ সম্মেলন।

মোঃ সারোয়ার হোসেন অপু,

স্টাফ রিপোর্টারঃ

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নওগাঁর বদলগাছীতে সতন্ত্র প্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৭ ই ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা সদরের সদর ইউপি চত্তরে ৪৮ নওগাঁ ৩ এর সদ্য প্রয়াত সাবেক এমপি ডঃ আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী অত্র আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়ার পক্ষ থেকে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে সদ্য প্রয়াত সাবেক এমপি ডঃ আকরাম হোসেন চৌধুরীর স্ত্রী অত্র আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মাহফুজা আকরাম চৌধুরী মায়া জানান, সংগ্রামী সংবাদিক ভাই ও বন্ধুগণ আমার নামে বেশ কিছু জায়গায় অপ্রচার চালানো হচ্ছে আমি প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি আমি আপনাদের মাধ্যমে আপামোর বদলগাছী মহাদেবপুরের জনসাধারণকে জানিয়ে দিতে চায় আমি আমার প্রয়াত স্বামী ডঃ আকরাম হোসেন চৌধুরীর অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার জন্য এবং আপনাদের পাশে থাকবার জন্য নির্বাচনে এসেছি, সুতরাং প্রার্থীতা প্রত্যাহার করার কোনো প্রশ্নই আসে না।
এ সময় তিনি আরও জানান, বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তী পক্ষ থেকে আমার কাছে প্রস্তাব আসে, নির্বাচন থেকে সড়ে দাঁড়ানোর।কিন্তু আমি কখনোই তা করবো না্
এরপর তিনি তার নির্বাচনী ইশতেহার গুলো জানিয়ে দেন।
তার নির্বাচনী ইশতেহারে যা আছেঃ
১.বেকার যুবক-যুবতীর কর্মসংস্থান।
২. তৃণমূল পর্যায়ে পিআইপি গঠনের মাধ্যমে সঠিকভাবে দরিদ্র পরিমাপ করে উপযুক্তকে ভাতা প্রদান।
৩. স্মার্ট কৃষি।
৪. গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদের জন্য ডিজিটাল/ স্মার্ট লার্নিং হাব।
৫.গ্রামীণ মায়েদের অবসর সময়ে আয়ের ব্যবস্থা করা।
৬.লোকাল অ্যাকশন গ্রুপের মাধ্যমে স্থানীয় সমস্যা চিহ্নিত করন।
৭. কমিউনিটি ক্লিনিক সমূহ ডিজিটালাইজেশন।
৮.অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা।
৯.ঐতিহাসিক পাহাড়পুরে প্রত্নতাত্ত্বিক বিশ্ববিদ্যালয় স্থাপন।
১০. তৃণমূলের কর্মী মূল্যায়ন।
এ সময় উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি মোঃ হাফিজার রহমান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক নজরুল ইসলাম, ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান, মোঃ শহিদুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মী বৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, বদলগাছী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক আবু রায়হান লিটন,যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মুজাহিদ হোসেন, দপ্তর সম্পাদক সাংবাদিক মোঃ সারোয়ার হোসেন অপু,
প্রচার সম্পাদক সাংবাদিক আশিক হোসেন, সেন্টাল প্রেসক্লাব বদলগাছীর সভাপতি সাংবাদিক বুলবুল আহমেদ বুলু, সহঃ সভাপতি এস এম মোস্তাকিম, সম্পাদক মোঃ মেহেদি হাসান সবুজ,
নওগাঁ জেলা প্রেসক্লাবের সদস্য রতন হোসেন, রাসেল রানা সহ বদল গাছীর অন্যান্য বিভিন্ন প্রেস ক্লাবের সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *