মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
"শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে যথাযোগ্য মর্যাদায় দেশের অন্যান্য জেলা ও উপজেলার ন্যায় নওগাঁর বদলগাছীতেও বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে উপজেলার প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা নিবার্হী অফিসার মাহবুব হাসানের সভাপতিত্বে, মো. নাসির উদ্দিন ও এস.এম আবু সাঈদ রিপু-এর সঞ্চালনায় উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন মো. রেজাউল ইসলাম এবং গীতা পাঠ করেন পলাশ কুমার মুস্তাফী।
পরবর্তীতে একে একে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিউল আলম, রেজাউন্নবী আকন্দ (প্রা.) কার্তিকহার সর. প্রাথমিক বিদ্যালয়, জান্নাতুন ফেরদৌস কৃষ্ণপুর সর. প্রাথমিক বিদ্যালয়, মো. এবাদুর রহমান (অধ্যক্ষ), আ.ন.ম লুৎফর অধ্যক্ষ, মো. নাজমুল হক সাধারণ সম্পাদক মাধ্যমিক শিক্ষক সমিতির, মো. আলাউদ্দিন (অধ্যক্ষ) কোলা আদর্শ ডিগ্রী কলেজ, মো. গোলাম কিবরিয়া (অধ্যক্ষ) বদলগাছী কারিগরিও বাণিজ্যিক কলেজ এবং মাহবুব হাসান বদলগাছী উপজেলা নির্বাহী অফিসার সমাপনী বক্তব্য রাখেন। দিবসটি উদযাপনের লক্ষ্যে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রধান শিক্ষকগণসহ শিক্ষার্থীরা যোগ দেন।
সূত্রে জানা গেছে, বিশ্ব শিক্ষক দিবস ১৯৯৫ সাল থেকে প্রতি বছর ৫ সেপ্টেম্বর বিশ্বব্যাপী পালন করা হয়। ইউনেস্কোর মতে, বিশ্ব শিক্ষক দিবস শিক্ষা ও উন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ পালন করা হয়ে থাকে। বর্তমানে বিশ্বের ১০০টি দেশে এই দিবসটি পালিত হয়। এই দিবসটি পালনে এডুকেশন ইন্টারন্যাশনাল ও তার সহযোগী ৪০১টি সদস্য সংগঠন মূল ভূমিকা রাখে
প্রকাশক ও সম্পাদক খান মো সাইফ উদ দৌলা শাওন কর্তৃক প্রকাশিত।
নির্বাহী সম্পাদকঃ খ ম সাইফুল হাবিব সজিব,
সারা দেশে প্রতিনিধি নিয়োগ চলছে বিস্তারিত জানতেঃ whatsapp +8801717165415
Copyright © 2024 দৈনিক ভোরের প্রতিধ্বনি. All rights reserved.