মোঃ সারোয়ার হোসেন অপু
স্টাফ রিপোর্টারঃ
নওগাঁর বদলগাছীতে চেয়ারম্যান ও মেম্বারদের বহাল রাখার দাবীতে আলোচনা সভা চলাকালীন সময়ে বৈষম্য বিরোধী ছাত্রের সম্মনয়কের পরিচয়ে মাইক কেড়ে নিয়ে শান্তিপূর্ন সভা পন্ড করে দিয়েছে।
এ ঘটনায় উত্তেজনা বিরাজ করলে ও পুলিশ ছিল নিরব দর্শকের ভূমিকায়। এ ঘটনার আগে চেয়ারম্যান ও মেম্বারগণ মানববন্ধন করে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্য ও সদস্যা কর্তৃক অয়োজিত বদলগাছী সদরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের সামনে মানববন্ধন শেষে বদলগাছী সদর ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন এর সভাপতিত্বে আলাচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বালুভরা ইউপি চেয়ারম্যান আল এমরান হোসেন, আধাইপুর ইউপি চেয়ারম্যান রেজাউল কবির পল্টন, কোলা ইউপি চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, মিঠাপুর ইউপি চেয়ারম্যান ফিরোজ হোসেন, ইউপি মেম্বার আনিছুর রহমান, হারুন অর রশিদ, মহিলা মেম্বার সাজেদা বেগম,শিমু আরা ও মনোয়ারা বেগম প্রমূখ। আলোচনা সভায় চেয়ারম্যান মিজানুর রহমান কিশোরের বক্তব্য চলাকালীন সময়ে বদলগাছী সদর কলেজ পাড়া মহল্লার জামাতের নেতা আজাহারের ছেলে মোস্তাকিন ও একই মহল্লার ছাত্তার দর্জির ছেলে আতিকুর রহমান আতিক হঠাৎ সভাস্থলে এসে মাইক কেড়ে নিয়ে মোস্তাকিন মাইকে ঘোষনা দেয়, এখানে যারা চেয়ারম্যান মেম্বার রয়েছেন তারা প্রত্যকেই ভোট চোর। ভোট চুরি করে চেয়ারম্যান মেম্বার হয়ে মানববন্ধন ও আলোচনা সভা করা বৈধ নয়। এখনি সভা বন্ধ না করলে রক্তের বন্যা বয়ে যাবে বলে হুমকি প্রদর্শন করে। নিরুপায় হয়ে চেয়ারম্যান মেম্বারেরা সভাস্থল ত্যাগ করে স্ব-পদে বহাল রাখার দাবীতে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেন।