বঙ্গোপসাগর থেকে ভেসে এসেছে যুদ্ধ জাহাজ ধ্বংসকারী টর্পেডো সদৃশ বস্তু।

মোঃ নয়ন আকন, কুয়াকাটা, পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার উপকূলীয় একটি খালে ভেসে এসেছে ‘টর্পেডো’ নামের অস্ত্রসদৃশ একটি বস্তু। আজ রোববার সকালে উপজেলার মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামসংলগ্ন ভাঙা খালে বস্তুটিকে ভাসতে দেখেন স্থানীয় কয়েকজন। এ খবর ছড়িয়ে পড়লে ভাসমান বস্তুটি দেখতে ভিড় করেন গ্রামের লোকজন। তাঁদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাঙ্গাবালী থানা-পুলিশ বস্তুটির ছবি তুলে কোস্টগার্ডকে পাঠায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে বস্তুটি ভেসে ভেসে মৌডুবির মীরকান্দা খালের ভেতর চলে আসে। কাছ থেকে বস্তুটি দেখে লোকজন ভারী অস্ত্র মনে করে দূরত্ব বজায় রাখেন।

মৌডুবি ইউনিয়নের মীরকান্দা গ্রামের আরাফাত হোসেন নামের এক ব্যক্তি বলেন, ‘ভেসে আসা বস্তুটির কাছে গিয়ে দেখার পর মনে হয়, এটি কোনো ভারী অস্ত্র। দৈর্ঘ্য ২০ থেকে ২৫ ফুট হবে। পার্শ্ববর্তী রাবনাবাদ চ্যানেল হয়ে হয়তো এটি ভাসতে ভাসতে এই খালে এসেছে।’

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, বস্তুটির ছবি পাঠিয়ে কোস্টগার্ডকে জানানো হয়েছে। ছবি দেখে তারা প্রাথমিকভাবে এটি ‘টর্পেডো’ হতে পারে বলে জানিয়েছে। ‘টর্পেডো’ ডুবন্ত অবস্থায় থাকে, যেহেতু এটি ভেসে এসেছে, তাহলে সম্ভবত এটি ব্যবহৃত। তবু ঘটনাস্থলে গিয়ে কোস্টগার্ড বিষয়টি নিশ্চিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

কোস্টগার্ড রাঙ্গাবালী আউটপোস্টের কন্টিনজেন্ট কমান্ডার মো. আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের আন্ধারমানিক নদীতে যে দল আছে, সেটি ঘটনাস্থলে যাচ্ছে। যতটুকু আমি দেখলাম, এটা টর্পেডো হতে পারে, মিসাইল নয়। টর্পেডোর মাঝখানে যেভাবে জোড়া থাকে, এটারও আছে। যেকোনো বড় জাহাজ ধ্বংস করে দেওয়ার কাজে টর্পেডো ব্যবহার করা হয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *