বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করল ইবি ছাত্রলীগ

ইবি প্রতিনিধি:

নবীন শিক্ষার্থীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে ‘অসমাপ্ত আত্মজীবনী’ বিতরণ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

মহান ভাষার মাস উপলক্ষে বরিবার (৪ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের “মৃত্যুঞ্জয়ী মুজিব” ম্যুরালের সামনে এ কর্মসূচি পালন করেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের মাঝে প্রায় ৭০ টি বই বিতরণ করেছে বলে জানান আয়োজকরা।

এসময় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের প্রায় ৫০জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।

শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, অসমাপ্ত আত্মজীবনী বঙ্গবন্ধুর জীবনের প্রতিচ্ছবি। এই বই পাঠের মাধ্যমে আমরা বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন, স্বদেশের প্রতি একজন নাগরিকের দায়িত্ববোধ ও তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জানতে পারবো। নবীন শিক্ষার্থীরা যেন বঙ্গবন্ধু সম্পর্কে জানতে পারে ও তার আর্দশকে ধারণ করতে পারে সেজন্যই আমাদের এই উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *